হাত বেঁধে দুই নাবালিকাকে বাইপাসের উপর দিয়ে বাইকে নিয়ে যাচ্ছিলেন এক সন্দেহজনক ব্যক্তি। পাচার করার চেষ্টা চলছিল বলে সন্দেহ।
তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Gaurd) তৎপরতায় উদ্ধার ২ নাবালিকা। শনিবার, সকাল ১১টা নাগাদ আম্বেদকর ব্রিজের উপর দিয়ে দুই কিশোকে বাইকে করে নিয়ে যাচ্ছিলেন এক যুবক। নাবালিকাদের হাত শক্ত করে নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। রুদ্ধশ্বাসে বাইক চালাচ্ছিলেন ওই যুবক। দেখেই সন্দেহ হওয়ায় উত্তর পঞ্চান্নগ্রাম ক্রসিংয়ের কাছে তাঁকে আটক করে ট্রাফিক পুলিশ। নিয়ে যাওয়া হয় তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty) কাছে। সেখানে মহম্মদ শেহতাব নামের ওই ব্যক্তি জানান, ওই দুই কিশোরীকে ট্যাংরায় তাদের দিদিমার বাড়ি থেকে বারুইপুরের মল্লিকপুরে নিয়ে যাচ্ছিলেন তিনি। নিজেকে ওই দুই কিশোরীর বাবা বলে পরিচয় দেন ওই ব্যক্তি। কিন্তু উদ্ধার হওয়া নাবালিকারা সে কথা অস্বীকার করে। তারা জানায়, এই ব্যক্তি তাদের বাবা নন। যন্ত্রণা এবং ভয়ে কুঁকড়ে গিয়েছিল দুই নাবালিকা। সৌভিক চক্রবর্তী তাদের জল খাওয়ান। কথা বলে কিছুটা আশ্বস্ত করেন। তারপর তিনজনকেই তিলজালা থানার এসআই-এর হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এই নাবালিকার মায়ের সঙ্গে ধৃত শেহতাবের সম্পর্ক রয়েছে। কিন্তু কোথায়, কী কারণে এই মেয়ে দুটিকে তিনি এভাবে বেঁধে নিয়ে যাচ্ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। তবে পাচারের চেষ্টা চলছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।









































































































































