India-New Zealand: শনিবার দুপুরে কলকাতায় পা রাখল ভারতীয় দল, একই সঙ্গে শহরে নিউজিল্যান্ড ক্রিকেট দল

0
1

শনিবার দুপুরে কলকাতায় পা রাখল ভারতীয় দল। রবিবার ২১ তারিখ ইডেনে ভারত-নিউজিল‍্যান্ড ( India- New Zealand) টি-২০ ( T-20) সিরিজের তৃতীয় ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল ( india team)। তার জন‍্য শহরে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। শনিবার দুপুরে কলকাতায় পা রাখল ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দর থেকে সোজা আলিপুরের এক হোটেলে ওঠে টিম ইন্ডিয়া। শুধু একমাত্র রাহুল দ্রাবিড় হোটেলে যাননি। তিনি সোজা চলে আসেন ইডেনে, পিচ দেখতে।

 

ভারতের সঙ্গে এদিন শনিবার কলকাতায় পা রেখেছে নিউজিল্যান্ড দলও। সিরিজ আগেই হাতছাড়া হয়েছে কিউয়িদের। কিন্তু রবিবার তাঁদের কাছে সুযোগ রয়েছে কিছুটা সম্মানজনক ভাবে সিরিজ শেষ করা।

রবিবার ইডেনে তৃতীয় ম‍্যাচে নামছে রোহিত শর্মার দল। এই মুহুর্তে সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। রবিবার সিরিজে ৩-০ করার লক্ষ‍্য রোহিত শর্মাদের।

আরও পড়ুন:‘ডার্বির জন‍্য নিজেদের তৈরি করছি’, :হুগো বৌমোস