Rohit Sharma: নিউজিল্যান্ড ম‍্যাচে অনন‍্য নজির গড়লেন রোহিত শর্মা, ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে

0
1

শুক্রবার ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand) টি-২০ ( T-20) ম‍্যাচে অনন‍্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ( Rohit Sharma)। কিউয়িদের বিরুদ্ধে অর্ধশতরান করার সঙ্গে সঙ্গেই ২৯ তম অর্ধশতরান রোহিত শর্মার ঝুলিতে। আর এক্ষেত্রে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে।  টি-২০ ক্রিকেটে সব চেয়ে বেশি ৫০ বা তার বেশি রান করার তালিকায় কোহলিকে ছুঁয়ে ফেললেন ভারতের নতুন অধিনায়ক। রোহিতের ২৯ অর্ধশতরানের এরপাশাপাশি চারটি শতরানও রয়েছে। বিরাট কোহলিরর ২৯টি অর্ধশতরান থাকলেও নেই কোনও শতরান।

শুক্রবার কিউয়িদের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে নেয় রোহিত শর্মার দল। সেই ম‍্যাচে ৩৬ বলে ৫৫ রান করেন রোহিত। রোহিত এবং লোকেশ রাহুল মিলেই ভারতকে জয়ের পথে নিয়ে যান। টি-২০ ক্রিকেটে চতুর্থ বার শতরানের জুটি গড়েন তাঁরা। ২১ নভেম্বর সিরিজের তৃতীয় ম্যাচ ইডেনে। এই ম্যাচ জিতে সিরিজ ৩-০ করতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস