প্রবল বর্ষণের জেরে অন্ধ্রপ্রদেশ কার্যত বন্যা বিধ্বস্ত (Flood in Andhra Pradesh) । জলমগ্ন একাধিক জেলা । বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। এখনো পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে । নিখোঁজ শতাধিক। শনিবার সকালেই হড়পা বানে একটি যাত্রীবাহী বাস তলিয়ে গিয়েছে । অন্ধ্রপ্রদেশের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডির সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিপর্যয় মোকাবিলায় সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলেই মৃত্যু হয়েছে ১৭ জনের। নিখোঁজ শতাধিক । সবচেয়ে ভয়াবহ অবস্থা কারাপা জেলায়। শুধু এই জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের। নিখোঁজ ১২ জন। এদিন সকালেই হড়পা বানে যাত্রীবোঝাই আস্ত একটি সরকারি বাস ভেসে গিয়েছেবলে খবর। বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করা গেলেও ১২ জন ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার সকাল থেকেই কারাপা এবং অনন্তপুর জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে হড়পা বানের সৃষ্টি হয়। তাতেই নিখোঁজ হয়েছেন শতাধিক মানুষ। চেয়ুরু নদীর জল বেড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কারাপা এবং অনন্তপুর জেলায়। তিরুমালা মন্দির জলমগ্ন হয়ে পড়ায় বহু পুণ্যার্থী সেখানে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে।
আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার পথে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বায়ুসেনার বিমান ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে। পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল উদ্ধারকাজে নেমেছে।