আগামীকাল আইএসএলের(Isl) অভিযান শুরু করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল ( Sc Eastbengal)। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। গতমরশুমের ব্যর্থতা কাটিয়ে চলতি মরশুমে নতুন কোচ মানোলো ডিয়াজের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। ডার্বি নয় বরং প্রথম ম্যাচেই ফোকাস লাল-হলুদের হেডস্যার। তাই তো ম্যাচের আগের দিন তিনি বলেন,আমাদের কাছে, প্রথম ম্যাচে আত্মবিশ্বাস অর্জন করা খুব জরুরি। আমরা এখনই ডার্বি নিয়ে ভাবছি না।
প্রথম ম্যাচেই প্রতিপক্ষ জামশেদপুর এফসি, এই নিয়ে দিয়াজ বলেন,” জামশেদপুর ভালো দল। ওরা অনেকদিন ধরেই এক সঙ্গে রয়েছে। ওদের দলে খুব একটা পরিবর্তন হয়নি। ওদের বোঝাপড়া খুব ভালো হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের নতুন দল। আমরা জানি আমাদের কী করতে হবে। আমরা সেই ভাবেই এগোবো। আমারা পরিকল্পনা অনুযায়ী এগোতে চাই। নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চাই। আমরা তৈরি। ”
চলতি মরশুমে একেবারে নতুন বিদেশি। নতুন বিদেশি চিমা আসায় কী দলের অ্যাটাকিং ভাগ শক্তিশালী হয়েছে? এর উত্তরে লাল-হলুদ কোচ বলেন,” চিমার স্কিল আমরা জানি। ও দলের আসায় দলের শক্তি অবশ্যই বেড়েছে। ও যেমন গোল করতে পারে, তেমন সতীর্থদের সাহায্য করতেও পারে। কিন্তু চিমার দলটিকে দরকার। চিমা নিজের পর্যায় তখন বাড়াতে পারবে, যখন দল ভালো খেলবে। তবে আমি আমার দলের খেলায় আশাবাদী।”
জেমশেদপুর ম্যাচের পরই ডার্বি। তবে ডার্বি নিয়ে এখনই ভাবতে নারাজ দিয়াজ। তিনি বলেন,”আমাদের কাছে, প্রথম ম্যাচে আত্মবিশ্বাস অর্জন করা খুব জরুরি। আমরা এখনই ডার্বি নিয়ে ভাবছি না। প্রাক মরশুমের পর, আমরা নিজেদের প্রথম ম্যাচে ভালো ফল করার জন্য আশাবাদী।”
আরও পড়ুন:Rohit Sharma: নিউজিল্যান্ড ম্যাচে অনন্য নজির গড়লেন রোহিত শর্মা, ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে