দুর্ঘটনা যেন চিংড়িহাটা মোড়ের নিত্যসঙ্গী। এর সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো আছে নিত্যদিনের যানজট । যা নিয়ে মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পরেই চিংড়িহাটা এলাকা পরিদর্শনে শুক্রবার সেখানে যান মন্ত্রী সুজিত বসু। দমকল মন্ত্রীর বিধানসভা এলাকার মধ্যেই পড়ে এলাকাটি।
সেখানে গিয়ে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। ঘুরে দেখেন চিংড়িহাটা ফুটওভার ব্রীজ। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন ডিসি সাউথ (ট্রাফিক), কেএমডিএ এবং বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা।
ফুটওভারব্রিজ পরিদর্শনের পর সুজিত বসু জানান, ‘চিংড়িহাটায় কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে। কী কারণে চিংড়িহাটায় বারবার দুর্ঘটনা ঘটছে, কেনই বা যানজট তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কেএমডিএ’র তরফে আইআইটি খড়গপুরকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।’
বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের দ্বন্দ্বের জেরে দুর্ঘটনা ঘটছে। নিজেরা বসে সমস্যার সমাধান করুন। আর একটিও দুর্ঘটনা চাই না। একজনেরও প্রাণহানি যেন না হয়।’
সেদিনই চিংড়িহাটা এলাকায় হাজির হয়েছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা, রাজ্য পুলিশের ডিজি ও বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা। বৃহস্পতিবার থেকে গার্ডরেল ও আটোঁসাটোঁ নিরাপত্তা দিয়ে মাইকিং করতে দেখা গিয়েছিল প্রশাসনের আধিকারিকদের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.