অন্নদাতাদের সত্যাগ্রহ অহংকারীর মাথা নোয়াতে বাধ্য করেছে: রাহুল গান্ধী

0
1

অবশেষে কৃষকদের দীর্ঘ লড়াইয়ের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে মোদি সরকার। শুক্রবার ৩ কৃষি আইন(Farm Law) প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এমনদিনে দেশের কৃষকদের এই লড়াইয়ের পর সাফল্যের জন্য শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)।

কৃষি আইনের বিরোধিতা ও কৃষকদের পাশে দাঁড়ানোর অতীতের এক ভিডিও শেয়ার করে রাহুল লেখেন, ”অন্নদাতাদের সত্যাগ্রহ অহংকারকে (কেন্দ্রীয় সরকার) হারিয়ে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে এই জয়কে স্বাগত। জয় হিন্দ, জয় কিষাণ।” উল্লেখ্য, শুক্রবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ৩ কৃষি আইনের প্রসঙ্গ তোলেন তিনি। পাশাপাশি এই তিন আইন প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।