Bijoya Sammilany:  বাংলা সিটিজেন্স ফোরামের বিজয়া সম্মিলনী সঙ্গীতের মূর্ছনায় জমজমাট

0
1

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বাংলা সিটিজেন্স ফোরামের বিজয়া সম্মিলনী সঙ্গীতের মূর্ছনায় জমজমাট। তার মধ্যেই কিছু কথা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ থেকে উত্তর কলকাতা জেলা তৃণমূল সভাপতি তাপস রায়সহ অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যের সুর ছিল এক তারে বাধা, ‘ তৃণমূল কংগ্রেসের বার্তা নিয়েই এগোতে হবে সামনে’।

গানে মাতিয়ে দিলেন জয়ন্ত দে, তথাগত, বৃষ্টিলেখা।
ছিলেন সাংসদ ডা: শান্তনু সেন, সাধনা দাস, শ্রেয়া পান্ডে   ফোরামের সভাপতি শ্যামল দত্ত, সহ সভাপতি অয়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, মূত্যুঞ্জয় পালসহ গোটা টিম এবং সহযোগীরা। সবার ঐকান্তিক প্রচেষ্টায় বৃহস্পতিবার সন্ধ্যার অনুষ্ঠানটি সবার মন জয় করে নিয়েছে।

আরও পড়ুন- Tripura: গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে ত্রিপুরায় মোমবাতি মিছিল তৃণমূলের