Ab De Villiers: সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন এবিডি

0
15

অবসর নিলেন এবি ডি ভিলিয়ার্স( Ab De Villiers)। শুক্রবার সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার( South Africa) সুপারস্টার ব্যাটার। এদিন নিজেই টুইট করে অবসরের কথা ঘোষণা করেন ডি ভিলিয়ার্স। সদ্য সংযুক্ত আরব আমিরশাহিতে তিনি আইপিএল খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে।

এদিন নিজের টুইটারে ডি ভিলিয়ার্স লেখেন, “একটি অসাধারণ সফর ছিল, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি সকল ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার। মাঠে বড় ভাইদের সঙ্গে খেলার দিন থেকে, আমি প্রচন্ড মনোযোগ ও আনন্দের সঙ্গে খেলতাম। এখন ৩৭ বছর বয়সে, সেই উদ্যমের আগুন আর আগের মত জ্বলে না।”

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে টানা ১১ বছর খেলেছেন ডি ভিলিয়ার্স। আর এই অবসরের দিনে তিনি ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলি সহ গোটা আরসিবি ম্যানেজমেন্টকেও।

এদিন এবিডি বলেন, “আরসিবির হয়ে অসাধারণ কিছু সময় কাটিয়েছি। ১১ বছর যেন হঠাতই করেই কেটে গেল। এবং খুবই খারাপ লাগছে ছেলেদের ছেড়ে যেতে। আমি সিদ্ধান্ত নিয়েছি জুতোজোড়া তুলে রেখে পরিবারের সঙ্গে সময় কাটাব। আমি ধন্যবাদ জানাতে চাই আরসিবি ম্যানেজমেন্ট, আমার বন্ধু বিরাট কোহলি, সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, সমর্থক এবং গোটা আরসিবি পরিবারকে যারা এত বছর ধরে আমার উপর এত আস্থা রেখেছেন।”

আরও পড়ুন:Australia: অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন টিম পেইন