দীর্ঘ কয়েক বছর পর ফের আইসিসির (Icc)বড় প্রতিযোগিতা হতে চলেছে পাকিস্তানে ( Pakistan)। দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কী ভাবে এই দায়িত্ব পেল পাকিস্তন? এই নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা।
এদিন রামিজ রাজা বলেন,”আমরা সত্যি কথা বলেছিলাম। আমরা হৃদয়ের কথা বলেছিলাম। নিজেদের পরিকল্পনা নিয়ে নিশ্চিত ছিলাম। গত কয়েক বছরে আমাদের উপেক্ষা করে যে কষ্ট দেওয়া হয়েছে তা আইসিসি বুঝতে পেরেছে। পাকিস্তানের মাটিতে ক্রিকেটকে ফেরানোর গুরুত্ব তারা বুঝেছে।”

এরপাশাপাশি রামিজ রাজা বলেন,” আইসিসি বুঝতে পেরেছে বিশ্বে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানেরও অবদান রয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি যাতে এ দেশে ক্রিকেট ফিরে আসে। কিন্তু বার বার আমাদের অপমান করা হয়েছে। পাকিস্তানে ক্রিকেট ফেরা দরকার। আশা করছি বাকি দেশ আমাদের কথা বুঝবে।”
আরও পড়ুন:VVS Laxman: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নেওয়ায় বড় আত্মত্যাগ করতে হয়েছে লক্ষণকে, বললেন সৌরভ














































































































































