Tathagata Roy: ‘সংস্কার না হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী!’‌, ফের বিস্ফোরক তথাগত

0
1

বঙ্গ বিজেপিতে ক্রমাগত অস্বস্তি বাড়িয়েই চলেছেন তথাগত রায় (Tathagata Roy)। এবার আরও এক ধাপ এগিয়ে বাংলায় বিজেপির অস্তিত্ব নিয়েই সরাসরি প্রশ্ন তুলে দিলেন তথাগত। প্রকাশ্যে তাঁর অভিমত, বঙ্গ বিজেপির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা যদি নিজেদের চালচলন না বদলায় তাহলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর থেকেই অতিমাত্রায় সক্রিয় ও সরব হয়ে উঠেছেন তথাগত রায়। প্রায়শই তিনি নানা বিষয় নিয়ে সরব হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। যা বারবার অস্বস্তিতে ফেলছে বিজেপিকে। বৃহস্পতিবার ফের টুইট করে বিস্ফোরক মন্তব্য করলেন তথাগত। টুইটে তথাগত রায় লেখেন, ”বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।”

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকেই তথাগত রায়ের নিশানায় রয়েছেন রাজ্য নেতাদের একাংশ। নিত্যদিনই রাজ্য বিজেপি নেতা বিশেষত দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের নিশানা করে চলেছেন তথাগত। এবার সেই বিস্ফোরণ আরও কয়েক কদম এগিয়ে গেলেন তথাগত।

আরও পড়ুন- বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ, গোয়া কংগ্রেসকে তুলোধনা করলেন ফালেরিও