Preity Zinta, New Mother :  যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনটা 

0
1

যমজ সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনটা (Preity Zinta became a mother)। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে স্বামী গুড এনাফের সঙ্গে ছবি পোস্ট করে নিজেই এই খবর জানিয়েছেন প্রীতি। আর সারোগেসির মাধ্যমেই যে তিনি একটি পুত্র ও একটি কন্যা সন্তানের মা হয়েছেন তাও জানাতে ভোলেননি।

প্রীতি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ সবাইকে অনেক ধন্যবাদ ও নমস্কার। আমার আর আমার স্বামী জেনের মন -প্রাণ আজ আনন্দে ভরে উঠেছে। আমাদের জীবনে নতুন দু’জন এসেছে। একজনের নাম জয় জিনটা গুডএনাফ এবং আরেকজন জিয়া জিনটা গুডএনাফ। আজ থেকে আমরা জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করলাম। চিকিৎসক, নার্স, সারোগেট সবাইকে অসংখ্য ধন্যবাদ, এই পুরো প্রক্রিয়াটিতে আমাদের পাশে থাকার জন্য। আজ তাঁদের জন্যই আমরা মা- বাবা হতে পারলাম।

দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর ২০১৬ র ২৯ ফেব্রুয়ারি মার্কিন নাগরিক জোন গুডএনাফকে বিয়ে করেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী প্রীতি জিনটা। বিয়ের পরে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন তিনি। আর সেখানেই পাকাপাকিভাবে রয়ে গেলেন। বিয়ের পর দু’একটা বলিউড ছবিতে দেখা গেলেও, সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রীতি জিনটা।

বলিউডের আরেক অভিনেত্রী মাধুরী দীক্ষিতও মার্কিন প্রবাসী ডাক্তার নেনেকে বিয়ে করে সেখানেই সংসার পেতেছিলেন। কিন্তু দুটি ছেলে একটু বড় হ ওয়ার পর ফিরে এসেছেন এদেশে। কাজও করছেন নিয়মিত । কিন্তু প্রীতি এখনই দেশে এবং বলিউডে ফিরতে নারাজ। আপাতত নিজের ক্রিকেট টিম এবং দুই সন্তানের দিকে মনোযোগ দেবেন বলে জানিয়েছেন । সংসারকে আপাতত প্রথম পছন্দ বলে জানিয়েছেন নায়িকা।