বিটকয়েনে ক্ষতিগ্রস্ত হতে পারে যুবসমাজ, বিশ্বকে সতর্কবার্তা মোদির

0
1

বিটকয়েনের(Bitcoin) ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে যুবসমাজ। এই ক্রিপ্টোকারেন্সি যেন খারাপ হাতে না পড়ে। এ বিষয়ে আন্তর্জাতিক মঞ্চে পৃথিবীর সব গণতন্ত্রকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিশ্বের সমস্ত দেশকে যৌথভাবে বিটকয়েন সংক্রান্ত একটি নীতি নির্ধারণ করার প্রস্তাব দেন তিনি। বলেন, “যে কোনও ক্ষেত্রেই রাষ্ট্রের তথা জনস্বার্থের দিকটি গুরুত্বের সঙ্গে দেখা উচিত আমাদের। এইসঙ্গে উৎসাহ দেওয়া উচিত বাণিজ্যে বিনিয়োগের দিকটিকেও। উদাহরণ হিসেবে বিটকয়েনের কথাই বলা যায়। এই ক্ষেত্রে সমস্ত গণতন্ত্রের একজোট হয়ে নিশ্চিত করা উচিত, যাতে বিটকয়েনের বিষয়টি খারাপ হাতে না পড়ে, যা আমাদের যুব সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।”

আরও পড়ুন:Mamata Bandopadhyay: রাজ্যে চালু হবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, নয়াচরে মৎস্য হাব: ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, অপরাধ চক্র বিটকয়েনের অনিয়ন্ত্রিত বাজারের ফায়দা তুলতে পারে। সন্ত্রাসবাদের অর্থ যোগানের ক্ষেত্রেও হাতিয়ার হতে পারে এই বিটকয়েন। গত সপ্তাহেই এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। একই বিষয়ে অর্থমন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় বিটকয়েনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যায় না। কিন্তু নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে অবশ্যই। এবার বিশ্বের সকল দেশকে এ বিষয়ে একটি নীতি নির্ধারণের জন্য পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।