ইডেন ম‍্যাচের রাতে মিলবে মেট্রো এবং রেল পরিষেবা

0
1

আগামী ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হতে চলেছে ভারত-নিউজিল‍্যান্ড ( india-New Zealand) টি-২০ ( T-20) সিরিজের তৃতীয় ম‍্যাচ। সেই ম‍্যাচের জন‍্য রাতেও মিলতে চলেছে মেট্রো এবং রেলের পরিষেবা।

বৃহস্পতিবার মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২১ তারিখ ভারত- নিউজিল্যান্ড ম‍্যাচের দিন রাত সাড়ে ১০টায় এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ এবং এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার দু’টি অতিরিক্ত মেট্রো চলবে। তবে এক্ষেত্রে যাত্রীদের যাতায়াতের জন্য স্মার্ট কার্ডই ব্যবহার করতে হবে। এছাড়াও দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১০টা ২৫ মিনিটের বদলে ওইদিন হাওড়া-পাঁশকুড়া লোকাল ছাড়বে ১০টা ৪৫ মিনিটে।

দু’বছর পর আবারও ভারত-নিউজিল‍্যান্ড ম‍্যাচের হাত ধরে ইডেনে ফিরছে আন্তর্জাতিক ম‍্যাচ। ম‍‍্যাচ দেখে বাড়ি ফেরার পথে যেন দর্শকদের অসুবিধা না হয়, সেই জন‍্যই এই ব‍্যবস্থা মেট্রো রেল  কতৃপক্ষের।

আরও পড়ুন:India-New Zealand:  ভারত-নিউজিল‍্যান্ড ম্যাচের আগে ইডেন বেল বাজাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়