Bangla Dairy: কবে থেকে কাজ শুরু করবে ‘বাংলা ডেয়ারি’? হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে জানালেন মুখ্যমন্ত্রী

0
1

মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প ‘বাংলা ডেয়ারি’। আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার আনুষ্ঠানিকভাবে তার পথ চলার দিন ঘোষণা করলেন তিনি। ‘বাংলার পুষ্টি ও বাংলার সৃষ্টি’-কে বিশ্বের সামনে তুলে ধরতে চলতি মাসের শেষেই যাত্রা শুরু করছে রাজ্য সরকারের নিজস্ব সংস্থা ‘বাংলা ডেয়ারি’ (Bangla Dairy)। বৃহস্পতিবার, হাওড়ার (Howrah) শরৎ সদনে প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ৩০ নভেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করবে ‘বাংলা ডেয়ারি’। এর মাধ্যমেই এবার দুধ ও দুগ্ধজাত খাবার উৎপাদন শিল্পে নতুন রূপে আত্মপ্রকাশ করছে রাজ্য।

চলতি বছরের আগস্টেই এ সংক্রান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, রাজ্যের দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে সম্পূর্ণরূপে সরকারি উদ্যোগে দুগ্ধজাত পণ্যের নতুন সংস্থা চালু করার পরিকল্পনা করেছে রাজ্য। যার নাম ‘বাংলা ডেয়ারি’। কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়ে ‘বাংলা ডেয়ারি’র প্রাথমিক পরিকল্পনার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর থেকেই অন্যদের উপর নির্ভরতা কমিয়ে খাদ্যসামগ্রী উৎপাদনে রাজ্যকে স্বাবলম্বী করার কাজটা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুগ্ধশিল্পকেও নিজের পায়ে দাঁড় করাতে কাজ শুরু করল রাজ্য সরকার। সেই ভাবনারই ফসল হল এই ‘বাংলা ডেয়ারি’।

‘বাংলা ডেয়ারি’-র ৫১২টি আউটলেট চালু হবে। শহর কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় পাওয়া যাবে বাংলা ডেয়ারি’-র নিজস্ব দুধ ও দুগ্ধজাত খাবার। খোলা দুধের পাশাপাশি প্যাকেটজাত দুধও মিলবে। এর পাশাপাশি পনির, পেঁড়া, ঘি, মাখন, ঘোল, দইয়ের সম্ভারও থাকবে বাংলা ডেয়ারির ভাঁড়ারে। তবে মাদার ডেয়ারির মতো অন্য ডেয়ারিগুলির সঙ্গে দামের খুব একটা ফারাক থাকবে না। একটি পেশাদার সংস্থাকে এর প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের আশা, বাংলার ডেয়ারি পুরোদমে চালু হয়ে গেলে প্রচুর কর্মসংস্থানও হবে। রাজ্যের বিভিন্ন দুগ্ধ সমবায়গুলি থেকে দুধ সংগ্রহ করবে ‘বাংলা ডেয়ারি’।

আরও পড়ুন:Chief Minister: বিপুল কর্মসংস্থান, হাওড়ায় জমি জট কাটিয়ে হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের বার্তা মুখ্যমন্ত্রীর