Kolkata League: ৪০ বছর পর কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব

0
2

৪০ বছর পর কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন ( kolkata league) হল মহামেডান স্পোর্টিং ক্লাব ( Mohammedan sporting club)। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন ৪০ হাজার দর্শক উপস্থিতে রেলওয়ে এফসিকে ১-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন মার্কাস। এই জয়ের ফলে দ্বাদশবার কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হল মহামেডান।

খরা কাটল মহামেডানের। ১৯৮১ পর ২০২১। কলকাতা লিগ উঠল রেড রোডের পাশের ক্লাবে। ম‍্যাচে এদিন শুরুতেই গোল পেয়ে যায় মহামেডান স্পোর্টিং। ম‍্যাচের ৩ মিনিটের মাথায় মার্কাসের গোল এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। এরপর একাধিকবার আক্রমণে গেলেও, গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় চেরনিশভের দল।

১৯৮১ সালে শেষ বার কলকাতা লিগ জিতেছিল মহামেডান। তার পর থেকে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের দখল ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হাতে। কিন্তু চলতি বছর দু’দলই আইএসএল খেলায় কলকাতা লিগে নাম দেয়নি তারা। সেই সুযোগে ট্রফি নিজেদের তাঁবুতে নিয়ে গেল কলকাতার তৃতীয় প্রধান।

আরও পড়ুন:Ramij Raja: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে কী বললেন রামিজ রাজা?