North 24 Pargana: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তুঙ্গে তৎপরতা, এলাকা পরিদর্শন অধিকারিকদের

0
3

বুধবারে মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) প্রশাসনিক বৈঠকের পরে কাজের তৎপরতা তুঙ্গে। ২৪ ঘণ্টার মধ্যেই এলাকা পরিদর্শনে গেলেন PWD, হাইওয়ে অথরিটি ও ইরিগেশানের অধিকারিকেরা। প্রশাসনিক বৈঠকে রাস্তার সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর বৃহস্পতিবার প্রশাসনিক প্রতিনিধিদল পরিদর্শন করে বারাকপুর ঘোষপাড়া রোড। ১৭ কিলোমিটার এই রাস্তা বর্ষার পর চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এদিন পিডাব্লুডির বারাকপুর সাবডিভিশন ১ এর অ্যাসিস্ট্যান্ট ইজ্ঞিনিয়ার ঘোষপাড়া রোডের লালকুঠি এলাকায় গিয়ে রাস্তা পরিদর্শন করে জানান, আপাতত সমস্যার সমাধানে প্যাচ ওয়ার্ক চলবে। একটি কার্লভার্ট তৈরির পর রাস্তা নতুন করে তৈরি করা হবে। তিনি বলেন, এই কাজের জন্য ২০ কোটি টাকার টেন্ডার পাস হয়ে গিয়েছে।

অন্যদিকে এদিন দুপুরে কল্যাণী হাইওয়ে রোড়ের সমস্যা ও রাস্তার পাশের নয়নজুলি এবং নিকাশি ব্যবস্থারর সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন হাইওয়ে অথরিটি ও ইরিগেশন দফতরের আধিকারিকেরা। তাঁরাও এলাকা ঘুরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে নির্দেশ দিয়েছিলেন উন্নয়ন নিয়ে কোন সামঝোতা করা যাবে না। তাঁর নির্দেশের প্রতিফলন দেখা গেল বারাকপুর জুড়ে।

আরও পড়ুন- Khel City: হাওড়ায় আন্তর্জাতিক মানের খেল নগরী তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর