Ranaghat: হাওড়ায় দু:স্থদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করল রানাঘাটের ‘পথ চলা’

0
3

নদীয়া রানাঘাট বড়বাজারের সংস্থা প্রয়াত গোবিন্দ বিশ্বাস এর সেবা কেন্দ্র ‘পথ চলা ‘ আজ বুধবার দু:স্থদের মধ্যে শীতবস্ত্র ও বেশকিছু খাদ্য সামগ্রী বিতড়ণ করল। হাওড়ার নবান্নের কাছে মন্দিরতলায় এবং কাজিপাড়া দীনবন্ধু কলেজের কাছে প্রায় ৫০জন অসহায় দরিদ্র মানুষের হাতে সংস্থার সদস্যরা চাল,ডাল, কম্বল বিতড়ণ করেন।

আরও পড়ুন- BJP: দলে অস্বস্তি বাড়ল শুভেন্দুর, এবার ইস্তফা দিলেন বহিষ্কৃত সুরজিৎ ঘনিষ্ঠ বিমল প্রসাদ
রানাঘাটের বিশিষ্ট সমাজসেবী তথা MASTER BOOK এর প্রতিষ্ঠাতা সুপ্রিয় বিশ্বাস বলেন প্রতি বছরই আমরা দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ।

এ বছর  নবান্নর কাছে ব্রিজের নিচে আশ্রয় নেওয়া অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শীতে যাতে তারা কষ্ট না পান, তাই বেশ কিছু কম্বল ও শীতবস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

আমরা চাই আগামী দিনগুলিতেও অসহায় পাশে দাঁড়াতে। এর আগেও আমরা এমন কর্মকাণ্ডে ব্রতী হয়েছি।তাদের এই সাহায্য পেয়ে সহায়সম্বলহীন মানুষগুলির চোখেমুখে ছিল খুশির ঝিলিক।