বুধবার নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে প্রথম টি-২০ ( T-20) ম্যাচ খেলতে নামছে ভারত (India)। এই ম্যাচ থেকেই ভারতের নতুন হেডস্যারের ভুমিকায় রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)। দলের দায়িত্ব নিয়ে রোহিতদের নতুন কোচ বলেন, কোচিং করানোটা একই রকম, তবে দল পাল্টালে কিছু তো পাল্টাবেই। ক্রিকেটারদের সঙ্গে মিশে গিয়ে সেরাটা বার করে আনার চেষ্টা করব।
নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন নতুন অধিনায়ক রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে দ্রাবিড় বলেন,” কোচিং করানোটা একই রকম, তবে দল পাল্টালে কিছু তো পাল্টাবেই। ক্রিকেটারদের সঙ্গে মিশে গিয়ে সেরাটা বার করে আনার চেষ্টা করব। কোনও এক ধরনের ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হবে না। আমাদের সামনে টি-২০ বিশ্বকাপ, এক দিনের বিশ্বকাপ এবং টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি আলাদা ধরনের ক্রিকেটে আলাদা দল হবে কি না। কিছু ক্রিকেটার থাকবেনই যাঁরা কোনও এক ধরনের ক্রিকেটে ভাল খেলেন, সেটা সব দেশেই থাকে।”
আরও পড়ুন:Icc: ২০২৪-২০৩১পযর্ন্ত সমস্ত টুর্নামেন্টের আয়োজক ও সাল ঘোষণা করল আইসিসি















































































































































