Weather Forecast:বৃষ্টির জেরে পারদ পতন, হিমেল হাওয়ায় শীতের আমেজ,কবে জাঁকিয়ে পড়বে শীত?

0
1

নিম্নচাপের জেরে গত কয়েকদিন মেঘে ঢাকা। ফলে রাতের দিকে বঙ্গে পারদ পতন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশে রোদের দেখা মিলেছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলে আজ রোদের দেখা মিলবে না।

আরও পড়ুন:Fire:ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত স্যামসাংয়ের সার্ভিস সেন্টার

এদিকে গত সপ্তাহের শেষ দিকে মেঘাচ্ছেন্ন আকাশ থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ছিল শীত শীত ভাব। আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, পারদ পতনের ফলে জেলায় জেলায় ভোরের দিকে কুয়াশা পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে যান চলাচলও বিপত্তি দেখা দিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,মঙ্গলবার হালকা থেকেই মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। বুধবার মূলত শুকনো থাকবে আবহাওয়া।