Udayan Controversy: “তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় বিএসএফ”, উদয়নের বিস্ফোরক অভিযোগে উত্তাল বিধানসভা

0
2

বিধানসভায় বিএসএফের এলাকা বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাবে বিজেপির বিরোধিতা করা জবাব দিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। বিএসএফের এলাকা বৃদ্ধির বিরোধিতা করতে গিয়ে উদয়ন গুহ বিএসএফের নির্যাতনের বর্ণনা করেন। তিনি বলেন, “১০ টি জেলার ৬৫টি ব্লক বিএসএফ-এর অধীনে রয়েছে। ওদের অত্যাচার যে দেখেনি, সে জানে না। তল্লাশির নাম করে সন্তানের সামনে মায়েদের গোপনাঙ্গে হাত দিয়ে তল্লাশি চালাচ্ছে। ছেলের সামনে বাবাকে কান ধরাচ্ছে। এটা যে সন্তান দেখে সে কখনোই দেশভক্ত হতে পারে না।” তিনি বলেন, শহরকে বিএসএফ-এর অধীনে নিয়ে আসার চক্রান্ত চলছে। বাংলার ক্ষেত্রে ১৫ কিলোমিটারকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হচ্ছে। নিজেদের শাসন যেখানে আছে, সেখানে এলাকা কমানো হচ্ছে। উদয়ন গুহর মন্তব্যের পরেই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ।

তখনই মেজাজ হারিয়ে মিহির গোস্বামীকে (Mihir Goswami) কড়া বার্তা দেন তৃণমূল (TMC) বিধায়ক। তবে, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বিজেপি- তৃণমূল দুই পক্ষকেই সংযত হওয়ার কথা বলেন তিনি। সভার কাজ সুষ্ঠুভাবে চলার জন্য সব সদস্যদের সেটা দেখার আবেদন জানান।

আরও পড়ুন:Fire at cotton Mill: মালদহে তুলো কারখানায় বিধ্বংসী আগুন , পুড়ে ছাই পাঁচটি বাড়ি