Bangladesh: ঢাকার সৌদি দূতাবাস প্রতিদিন ৪ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে

0
6

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান জানিয়েছেন, ঢাকার সৌদি দূতাবাস প্রতিদিন চার হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। আজকের অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়।
ইসা ইউসেফ ইসা আলদুহাইলান আরও বলেন, করোনার পর এখন ঢাকার দূতাবাস থেকে ভিসা দেওয়ার হার বেড়েছে। প্রতিদিন চার হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। এক দিনে ৮ হাজার ৬০০ ভিসাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Bratya Basu:সুখবর! আগামী ২ মাসের মধ্যেই SSC-তে ১৫ হাজার শিক্ষক নিয়োগ
এক প্রশ্নের উত্তরে সৌদি রাষ্ট্রদূত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেন্টিনের প্রয়োজন হয় না। অন্য টিকার ক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজন হয়ে থাকে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ। টিকা দিতে পেরে আমরা আনন্দিত।’