Rajkummar-Patralekha: বিয়ে -বউভাত শেষে এবার মধুচন্দ্রিমার পরিকল্পনায় বলিউডের তারকা-দম্পতি রাজকুমার -পত্রলেখা

0
1

বিয়ে -বউভাত সব পর্ব শেষ। আপাতত দু-একদিন বিশ্রাম নিয়ে সোজা মধুচন্দ্রিমায় চলে যাবেন রাজকুমার -পত্রলেখা (newly married Rajkummar-Patralekha)। কিন্তু কোথায় যাবেন তা এখনও ঘোষণা করেননি । অর্থাৎ পুরো ব্যাপারটাই সংবাদমাধ্যমের নজর এড়িয়ে সারতে চাইছেন । আসলে রাজকুমার এবং পত্রলেখা” দুজনেই বরাবরই ব্যক্তিগত ঘটনাকে প্রকাশ্যে আনতে চান না। নিজেদের নতুন জীবনের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে চান।

সোমবারই বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন বলিউডের তারকা যুগল রাজকুমার রাও এবং পত্রলেখা (Rajkummar-Patralekha)। চণ্ডীগড়ে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হল। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও। নবদম্পতির বৌভাতের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ।

বিয়ের দিন একেবারেই বাঙালি সাজে সেজেছিলেন বঙ্গতনয়া পত্রলেখা পাল। পরনে সব্যসাচী মুখোপাধ্যায় ডিজাইন করা লাল টুকটুকে বেনারসি । হাতে মেহেন্দি নয় আলতা। দু-হাতে শাঁখা-পলা, সোনার চুড়ি চূড়, বালা। মাথার ওড়নায় বাংলায় লেখা- ‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। সোমবার সন্ধ্যায় ভাইরাল হয়ে যায় জুটির বিয়ের একগুচ্ছ ছবি। বিয়ের পর সোমবার সন্ধ্যাতেই রাজকুমার-পত্রলেখার প্রথম পর্বের রিসেপশনের অনুষ্ঠান ছিল।

বিয়ের পর রিসেপশনেও সব্যসাচীর পোশাকেই সাজলেন পত্রলেখা। সাদা জমিতে সোনালি সুতোয় ভরা কাজের শাড়ি। সঙ্গে কাশ্মীরি শাল। গলায় চওড়া হিরে-মুক্তো পান্নার হার। সিঁথি ভরা সিঁদুর। আর ঠোঁটে প্রাণখোলা উজ্জ্বল তৃপ্তির হাসি । পত্রলেখার বাঁ দিকে কালো স্যুট আর কালো বো-টাই’তে ধরা দিলেন রাজকুমার রাও।