Rachana Banerjee : পিতৃহারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়

0
1

পিতৃহারা হলেন অভিনেত্রী ও সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় । রচনার বাবার নাম রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৪বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে গতকাল রাতে শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে। রচনার বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা।

রচনা ও তাঁর বাবা ছিলেন একেবারেই বন্ধুসম। জীবনের দর্শন রচনা শিখেছিলেন তাঁর বাবার কাছ থেকেই। কীভাবে জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে হয়, তা বাবাই শিখিয়েছেন রচনাকে। সিনেমাজগতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, রচনার কাছে তাঁর বাবা স্টারের থেকে কম ছিলেন না। জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন দক্ষিণ কলকাতার গোলপার্ক অঞ্চলের ‘মেঘমল্লার’ নামে এক বহুতলে। সোমবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। তারকা হয়েও কীভাবে মানুষ হয়ে থাকতে হয়, তা রচনা শিখেছেন তাঁর বাবার কাছ থেকেই।