Purvanchal Expressway : দেশের দীর্ঘতম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে প্রধানমন্ত্রী 

0
1

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের (Purvanchal Expresssway) উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minister Narendra Modi) । উত্তর প্রদেশের (Uttarpradesh) ৩৪১ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এক্সপ্রেসওয়ে এটি। লখনউ-এর চৌরসরাই থেকে শুরু হয়ে ৩১ নম্বর জাতীয় মহা সড়কে হায়দরিয়া গ্রামে গিয়ে এক্সপ্রেসওয়ে শেষ হবে। ৬ লেনের এই এক্সপ্রেসওয়েটি ভবিষ্যতে ৮ লেন করা হবে বলে জানা গিয়েছে। এই এক্সপ্রেসওয়েটি তৈরি করতে খরচ পড়েছে প্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকা। নবনির্মিত এই এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের একাধিক শহরকে যুক্ত করবে। শহরগুলির হল বারাবাঁকি, আমেথি, অযোধ্যা, সুলতানপুর, আজমগড়, ফৈজাবাদ, আম্বেদকর নগর, মউ এবং গাজিপুর। এর ফলে পশ্চিমে নয়ডা থেকে পূর্বে গাজিপুর পর্যন্ত উত্তর প্রদেশের একাধিক বড় ও ছোট শহরের সঙ্গে দিল্লির যোগাযোগ স্থাপনের সহজ পথ হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘উত্তর প্রদেশের উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। উত্তর প্রদেশের আর্থিক ও সামাজিক বিকাশে এই প্রকল্পের বিশেষ ভূমিকা থাকবে।”