T-20 World Cup: ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি, হবে অস্ট্রেলিয়ায়

0
6

২০২২ সালের টি-২০ বিশ্বকাপের ( Australia)সূচি প্রকাশ করল আইসিসি (Icc)। ২০২২-এ অস্ট্রেলিয়াতে ( Australia) হতে চলেছে টি-২০ কাপের বিশ্বযুদ্ধ। ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-২০বিশ্বকাপ। ফাইনাল হবে ১৩ নভেম্বর।

এদিন আইসিসির পক্ষ থেকে জানান হয়, অস্ট্রেলিয়ার সাতটি শহরে হবে এই টুর্নামেন্ট। এই শহর গুলি, ব্রিসবেন, গিলং, হোবার্ট, পার্থ, সিডনি, অ্যাডিলেড ও মেলবোর্ন। ৯ নভেম্বর সিডনি ও ১০ নভেম্বর অ্যাডিলেডে হবে দু’টি সেমিফাইনাল। ফাইনাল হবে মেলবোর্নে।

এছাড়াও আইসিসির তরফে এদিন জানানো হয়, মেয়েদের বিশ্বকাপের সাফল্য বিচার করেই ২০২২ সালের বিশ্বকাপের সূচি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ১২টি দেশ ছাড়পত্র পেয়ে গিয়েছে। কিন্তু আরও আটটি দলকে যোগ্যতা অর্জন করতে হবে। আগামি বছর ওমান ও জিম্বাবোয়েতে হবে যোগ্যতা অর্জন পর্ব।

আরও পড়ুন:India-New Zealand: অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া, ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের