Babul-Dilip: ‘বঙ্গ রাজনীতির অজন্তা সার্কাস’! দিলীপের ‘ঝুনঝুনি’-র পাল্টা দিলেন বাবুল

0
1

আসন্ন কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয়কে মেয়র পদের মুখ হিসেবে তুলে ধরতে পারে তৃণমূল। রাজনৈতিক মহলে বর্তমানে এই বিষয়ে জোর চর্চা চলছে। এবার এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo) কড়া ভাষায় কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাল্টা দিলেন বাবুলও।

মঙ্গলবার সকালে বাবুলকে কড়া ভাষায় কটাক্ষ করে দিলীপ বলেন, ‘তৃণমূল কিছুই করবে না বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo) নিয়ে। কিছুই দেবে না, শুধু ঝুনঝুনি দেবে’। পাশাপাশি প্রশ্ন তোলেন, ‘কলকাতায় কবে কাজ করেছেন বাবুল? তিনি তো কলকাতার ভোটারও নন।’

দিলীপের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে বেশি দেরী করেননি বাবুল। দিলীপ ঘোষকে ‘বঙ্গ রাজনীতির অজন্তা সার্কাস’ বলে অভিহিত করে বিজেপি-র বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে টেনে বাবুলের কটাক্ষ, ‘সুকান্তর জন্য দুঃখ হয়, যে ওঁকে এই অর্বাচীন ভাঁড়টিকে সঙ্গে নিয়ে ঘুরতে হয়।’ বাবুলের আরও বক্তব্য, ‘আর ওঁর আমাকে নিয়ে এত চিন্তা কেন? কই আমি তো স্বতঃপ্রণোদিত হয়ে ওঁকে নিয়ে কখনও কিছু বলি না!’

আরও পড়ুন- TMC in Tripura: ত্রিপুরার প্রচারে দেব-জুন-সায়নী সহ একঝাঁক তারকা