Weather Forecast:নিম্নচাপের ভ্রুকুটি, আকাশের মুখভার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

0
1

নিম্নচাপের জেরে সকাল থেকেই মুখভার আকাশের। রোদের দেখা মেলেনি। কলকাতাতে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে।

আরও পড়ুন:Rail Ticket:আগামী সাত দিন কাটা যাবে না রেলের টিকিট, কেন জানেন?

আবহাওয়া দফতর সুত্রের খবর, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, বীরভূম ও দুই বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হাওড়া,হুগলি ও কলকাতায়। তবে ভারী বৃষ্টি হবে  দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী জেলাতেও।

এদিকে নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকেই বৃষ্টি হচ্ছে। আজ, সপ্তাহের শুরুতেও কলকাতার একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। ফলে ফের শীত শীত ভাব অনুভূত হচ্ছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা কমবে।আগামীকাল থেকে নিম্নচাপ কেটে গেলে বাধাহীনভাবে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করতে পারে। যার জেরে শুরু হতে পারে শীতের ইনিংস।