Childrens day: শিশু দিবসে পথে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

0
1

শিশু দিবসে পথে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। ১০নং ওর্য়াডে সমাজসেবী ও যুবনেতা খোকন দাস এর উদ্যোগে শিশু দিবসে খাদ্যসামগ্রী তুলেদিলেন ছোট ছোট পথ ও দুস্হ শিশুদের হাতে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সহ সভাপতি পলাশ সাধুখাঁ, সংগঠনের উত্তর কলকাতা জেলার চেয়ারম্যান অনিল পোদ্দার সহ বিশিষ্ট শিক্ষক মনোজ ভট্ট্যাচার্য, আশিষ মুখার্জি, শিক্ষিকা শ্রাবনী হালদার সহ ওর্য়াডের বিশিষ্টরা উপস্থিত ছিলেন।