Sc EastBengal: প্রস্তুতি ম‍্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র এসসি ইস্টবেঙ্গলের

0
2

২১ তারিখ জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএলের (Isl) অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। তার আগে দলের শক্তি বুঝে নিতে রবিবার চতুর্থ প্রস্তুতি ম‍্যাচ খেলে ফেলল লাল-হলুদ ব্রিগেড। এদিন প্রস্তুতি ম‍্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মানোলো দিয়াজের দল।  রবিবার দুই দলই নিজেদের শক্তিশালী একাদশ দিয়েই শুরু করে।

ম‍্যাচে এদিন মুম্বই সিটি এফসি ও এসসি ইস্টবেঙ্গল উভয়েরই পাঁচজন বিদেশী শুরু করেছিল। চোখের সমস্যার জন্য খেলেননি ইস্টবেঙ্গলের বিদেশী ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা। প্রথমেই ক্যাসিনহোর গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। এরপর আক্রমণে ঝাঁপায় দিয়াজের দল। ম‍্যাচের ৬০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে নামা সৌরভ দাস।

আরও পড়ুন:Sourav Ganguly: কেন দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? মজার উত্তর মহারাজের