Elephant in Jdlpaiguri : খাবারের খোঁজে জঙ্গল থেকে জলপাইগুড়িতে লোকালয়ে হাতি

0
2

খাবরের খোঁজে রাতের অন্ধকারে দু-দুটো হাতি ঢুকে পড়ে জলপাইগুড়ি শহরে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি শহর জুড়ে। রবিবার ভোর রাতে হাতির এই দৃশ্য দেখে জলপাইগুড়ি শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছে জলপাইগুড়ি বনদফতরের কর্মী ও আধিকারিকেরা। এদিন ভোরে জলপাইগুড়ি টিবি হাসপাতাল পাড়া সঞ্জয় নগর কলোনী এলাকার এক বাসিন্দা রনি রাজবংশী জানান দুটো হাতি দেখলাম। নেতাজিপাড়া এলাকা থেকে নদী পার হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিক দিয়ে ফের হাসপাতের পিছনে নদীর দিকে নেমে চলে যায়। তবে শোনা গেছে বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে চত্বরে ঢুকেছিল। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে প্রত্যক্ষদর্শী রনি রাজবংশী জানান। তবে হাতি দুটোর খোজে জোর তল্লাশি চালিয়েছে বন দফতর। ঘটনাস্থলে ওয়াইল্ডলাইফ স্কোয়াট চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাতি দুটোকে জঙ্গলে ফেরার জন্য।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, বৈকুন্ঠপুর জঙ্গল থেকে তিস্তার বাঁধ ধরে হাতি দুটি খাবারের খোঁজে শহরে ঢুকে পড়ে।