বিধানসভায় হারের পর থেকেই রাজ্য বিজেপিকে(BJP) অস্বস্তিতে ফেলে একের পর এক টুইটবাণ শানাচ্ছেন তথাগত রায়(Tathagata Roy)। আর এই টুইট তোপে চরমে উঠেছে দিলীপ ঘোষ এবং তথাগত রায়ের তরজা। শনিবার টুইট করে দিলীপ ঘোষকে(Dilip Ghosh) ‘দাবার অসহায় ঘুঁটি’ বলে কটাক্ষ করেছিলেন তথাগত। তবে বর্ষীয়ান বিজেপি নেতার সঙ্গে তরজায় যেতে রাজি নন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি।

শনিবার এক টুইটে তথাগত রায় লিখেছিলেন, “যত বেশি জানতে পারছি দিলীপ ঘোষের প্রতি আমার সহমর্মিতা ততই বাড়ছে। কেন্দ্রীয় নেতারা তাঁকে কার্যত দাবার অসহায় ঘুঁটিতে পরিণত করেছিল। দিলীপও তাই বলেছেন। ক্রমশই বিজেপির আত্মহননের কারণ সামনে আসছে।” এখানেই না থেমে টুইটে ‘KSA’ টিমের উল্লেখ করেন তথাগত। নাম প্রকাশ্যে না আনলেও তথাগত আক্রমণের লক্ষ্য ছিল কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন।
আরও পড়ুন:টাকার নিয়ে পুরভোটের টিকিট বিলি বিজেপি! ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য
রবিবার তথাগত রয় টুইট প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, তরজায় যেতে একেবারেই রাজি নন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। পরিবর্তে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “তরজা নয়, লড়াইতে আছি। ইনডোর ম্যাচ নয় আউটডোর গেম খেলি”।












































































































































