Mamata Condemns: মণিপুরে জঙ্গি হামলার তীব্র নিন্দা মমতার, শহিদ পরিবারের প্রতি সমবেদনা

0
3

মণিপুর জঙ্গি হামলা। শনিবার, সকালে মায়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় জঙ্গিহানায় নিহত হন অসম রাইফেলসের এক কমান্ডিং অফিসার-সহ ৬ জন। পুলিশ সূত্রের খবর, নিহতদের মধ্যে ওই অফিসারের স্ত্রী এবং সন্তান রয়েছেন। রয়েছেন ওই অফিসারের গাড়ির চালক এবং অসম রাইফেলসের দুই কর্মী। ঘটনার তীব্র নিন্দা করে টুইট (Tweet) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

আরও পড়ুন-Assam Rifles Convoy Attacked in Manipur: ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত কম্যান্ডিং অফিসার সহ ৬

নিজের টুইটার হ্যান্ডেলের (Twitter Handel) শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, “মণিপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঙ্গিদের জঘন্য হামলার তীব্র নিন্দা করছি। সিও এবং তাঁর পরিবারের সদস্য-সহ পাঁচজন সাহসী সৈনিককে হারিয়ে আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বিচারের অপেক্ষায় গোটা জাতি!”