Kunal Ghosh: রামায়ণ হাতে পুলিশের মুখোমুখি কুণাল, একসঙ্গে ৫টি থানার অফিসারদের জেরা

0
2

রাজধানী আগরতলা থেকে ৫০ কিলোমিটার দূরে উদয়পুরের কাছে বাগমা ফাঁড়িতে জেরা হয় কুণালের

ত্রিপুরায় (Tripura) তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) জেরা (integration)। একসঙ্গে জেরা করে ৫টি থানার পুলিশ। রাজধানী আগরতলা (Agartala) থেকে ৫০ কিলোমিটার দূরে উদয়পুরের (Udaypur) কাছে বাগমা (Bagma) ফাঁড়িতে জেরা হয় কুণালের। যেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন ওমপি, বীরনগর, আর কে পুর ও কাঁকড়াবন থানার তদন্তকারী অফিসাররা। এদিন সকালে বাগমা ফাঁড়িতে কুণাল আসার আগে থেকেই ফাঁড়ি ঘিরে বিরাট পুলিশ বাহিনী। এদিন কুণালের সঙ্গে আসতে দেখা যায় তৃণমূলের তিন ছাত্রযুবদের। ছিলেন জয়া দত্ত, সুদীপ রাহা, মৃত্যুঞ্জয় পালরা।

পুলিশের বক্তব্য: কুণাল কেন ভাষণে সীতার পাতালপ্রবেশ টেনেছেন? এটা ধর্মের বিষয়।

কুণাল বলছেন: বিজেপি কেন জয় শ্রীরাম বলে তৃণমূলের উপর হামলা করছে ? কেন রামরাজ্য বলছে? ওরা রাম বললে আমি কেন মা সীতার অপমান ও পাতালপ্রবেশ বলতে পারব না?

কুণালের দাবি: হয় রাজনীতিতে ধর্ম ব্যবহার বন্ধ হোক। অথবা পুলিশ বলে দিক রামায়ণের কোন কোন অংশ ব্যবহার করা যাবে কিংবা যাবে না।

কুণাল ঘোষ এদিন পুলিশের মুখোমুখি হওয়ার আগে বাল্মীকি রামায়ণসহ রামায়ণ গবেষণার ছটি বই এবং আন্তর্জাতিক গবেষণার নথি নিয়ে যান। তিনি বলেন, “আমি বিশেষজ্ঞদের লেখার বাইরে কোনো কথা বলিনি। তাই মহাকাব্যের উপর ভিত্তি করে কোনো অভিযোগ হতে পারে না। এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা।

রামায়ণের সংশ্লিষ্ট অংশ নিয়ে একটি নোটও পুলিশ অফিসারদের দেন কুণাল। এবং প্রায় ঘন্টা দুয়েকের জেরা শেষে বাইরে আসেন কুণাল।