Weather Forecast: পূবালি হাওয়ার দাপটে কোণঠাসা উত্তুরে বাতাস, সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি

0
1

অকাল নিম্নচাপ কাটিয়ে কালীপুজোর(Kalipuja) পর রাজ্যে উঁকি দিচ্ছিল শীতের(Winter) আমেজ। রাস্তায় ঝরাপাতা, হালকা উত্তুরে হাওয়া, তোড়জোড় শুরু হয়েছিল শীতের পোশাক নামানোর, তবে হঠাৎই ছন্দপতন। থমকে গিয়েছে উত্তরে হাওয়া। হঠাৎ উঁকি দিয়ে আবার নিখোঁজ শীত। শুধু তাই নয়, শীত বিদায় তো বটেই, সপ্তাহান্তে রাজ্যে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। সব মিলিয়ে খামখেয়ালি আবহাওয়ায়(Weather) রীতিমতো নাকাল রাজ্যবাসী।

কিন্তু কেন এমনটা হচ্ছে? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পুবালি হাওয়ার দাপটে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে শীত। যার ফলেই রাজ্যে ফের উর্ধ্বমুখী হয়ে উঠেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় আগামী ১৩ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৪ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে এই জেলাগুলিতে। মেঘলা আকাশের ফলে রাতের তাপমাত্রা এই কদিন ১-২ ডিগ্রী করে বাড়তে থাকবে। তামিলনাড়ুর দিকে সরে যাওয়া নিম্নচাপের পরোক্ষ প্রভাবের কারণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সব আপাতত শীতে প্রবেশ কিছুটা আটকে থাকবে বাংলার জন্য। পরিস্থিতি ফের স্বাভাবিক হওয়ার পর ফের শীত ফিরবে বাংলায়।