Babar Azam: অস্ট্রেলিয়ার কাছে ম‍্যাচ হারের পর বিশেষ বার্তা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের

0
4

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ( Australia ) কাছে পাঁচ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপে ( T-20 World Cup) থেকে বিদায় নিয়েছে পাকিস্তান ( Pakistan)। ম‍্যাচে শাহিন আফ্রিদির ১৯ তম ওভারেই খেলা ঘুরিয়ে দেয় ম‍্যাথু ওয়াডে। পরপর তিনটি ছয় মেরে পাকিস্তানের বিজয়রথ থামিয়ে দেন তিনি। কিন্তু এই ১৯ তম ওভারে ম‍্যাচ পাকিস্তানের দখলের চলে আসত পারত। যখন তৃতীয় বলে ওয়েডের ক্যাচ দেন। কিন্তু তা ফেলে দেন হাসান আলি। আর তার পরের তিন বলে তিনটি ছক্কা মারেন ওয়েড। আর এর জেরে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা দুষছেন হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদিকে। যদিও এসব মানতে নারাজ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বরং তিনি দলের পাশেই দাঁড়ালেন। সাংবাদিক সম্মেলনে এসে বাবর বলেন, কেউ যেন কোন ক্রিকেটারের দিকে আঙ্গুল না তোলে। কোন নেতিবাচক কথা দলের অন্দরে না আসে।

সাংবাদিক সম্মেলনে বাবার বলেন,” প্রত‍্যেকেরই দুঃখ হচ্ছে। কোথায় ভুল হয়েছে সবাই আমরা জানি। এই ভুল থেকে ঘুরে দাঁড়াতে হবে। কোন নেতিবাচক কথা দলের অন্দরে হবে না। আমরা প্রচন্ড পরিশ্রম করে এই দল তৈরি করেছি। একটি হার যাতে তাতে প্রভাব না ফেলে।”

আরও পড়ুন:Nethra Kumanan: স্পেনের গ্রান ক্যানেরিয়া সেলিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের নেত্রার