Afghanistan issue: এবার বৈঠকের ডাক পাকিস্তানের, উপস্থিত থাকবে তালিবান নেতৃত্ব

0
1

আফগানিস্তানের(Afghanistan) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বুধবার দিল্লিতে বৈঠকে বসে ছিল ৮ রাষ্ট্রের প্রতিনিধিরা। ঠিক বৈঠকে আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিল না পাকিস্তান(Pakistan)। তবে এবার ইসলামাবাদে আফগানিস্তান ইস্যুতে বৈঠকে ডাক দিল পাকিস্তান। যেখানে তালিবানের(Taliban) শীর্ষ নেতৃত্বতা তো বটেই, উপস্থিত থাকার কথা রয়েছে চিন, রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিদের।

জানা গিয়েছে পাকিস্তানের ঢাকা এই বৈঠকে অংশ নেবে আমেরিকার বিশেষ দূত টমাস ওয়েস্ট, চিন ও রাশিয়ার দূতের পাশাপাশি বৈঠকে থাকবে তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। এই বৈঠকে অংশ নিতে গত ১০ নভেম্বর তালিবানের প্রতিনিধিদল পাকিস্তান পৌঁছেও গিয়েছে। জানা যাচ্ছে ,বৈঠকে অর্থনীতি, শরনার্থী সহ নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে ভারতের বৈঠকের পর পাকিস্তানে ডাকা এই বৈঠক আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থাকে বেশ সরগরম করে তুলেছে।

আরও পড়ুন:‘বঙ্গ রাজনীতিতে বিজেপি শেষ’, শুভেন্দুকে ‘কাগুজে বাঘ’ বলে কটাক্ষ মদনের

উল্লেখ্য, তালিবান আফগানিস্তানের মাটি দখল করার পর আফগানিস্তান যাতে সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে না ওঠে তার জন্য উদ্বিগ্ন ভারত। চাপে রয়েছে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলিও। এই অবস্থাতেই বুধবার রাশিয়া-ইরান সহজ-সরল রাষ্ট্রের সঙ্গে বৈঠক করে ভারত। আলোচনা শেষে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, কোনও অবস্থাতেই আফগানিস্তানের মাটি সন্ত্রাসের জন্য ব্যবহার হতে দেওয়া যাবে না। এরই মাঝে পাকিস্তানের ডাকা এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে জল্পনা।