Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১)টি-২০ বিশ্বকাপের ফাইনালে প‍ৌঁছে গেল অস্ট্রেলিয়া । বৃহস্পতিবার সেমিফাইনালে ৫ উইকেটে হারাল পাকিস্তানকে । ম‍্যাথু ওয়াডে এবং স্টোনিসের দাপটে ফাইনালের টিকিট পাঁকা করে অজিরা। ১৪ নভেম্বর দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া।

২)নিউজিল‍্যান্ডের বিরুদ্ধে  টেস্ট সিরিজেও বিশ্রাম দেওয়া হবে একাধিক ক্রিকেটারকে। জানা গিয়েছে মূলত দক্ষিণ আফ্রিকা সফরে মূল খেলোয়াড়দের তরতাজা পেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের।

৩) হাতে আর মাত্র কয়েকদিন। তারপর শুরু হতে চলেছে আইএসএল। আর তার আগে এসসি ইস্টবেঙ্গলের শিবির ছাড়লেন ক্রীড়াবিজ্ঞানী ও ফিজিওথেরাপির প্রধান জোসেপ রোনাল্ড ডি অ্যাঙ্গেলাস। বৃহস্পতিবার এমনটাই জানাল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট।

৪) নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয়  ক্রিকেটারদের দু’দিনের ছুটির অপশন দিল বিসিসিআই । সূত্রের খবর এক টানা বায়ো বাবলের থাকা কারণে ক্রিকেটার মানসিকগত ক্লাতি এসেছে। তাই নিউজিল্যান্ড সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরে আগে ছুটির অপশন দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ