বঙ্গ রাজনীতিকে বিজেপি(BJP) ধ্বংস হয়ে গিয়েছে। এখন থেকে আগামী ২০-২৫ বছরের মধ্যে বিজেপি আর এ রাজ্যে ঘুরে দাঁড়াতে পারবে না। সম্প্রতি হাওড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র(madan Mitra)। শুধু তাই নয় একই সুরে রাজের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(suvendu Adhikari) ‘কাগুজে বাঘ’ বলেও কটাক্ষ করলেন তিনি।

বঙ্গ রাজনীতি সাম্প্রতিক অবস্থায় যদি দেখা যায় তাহলে বিজেপির হাল ক্রমশ অত্যন্ত শোচনীয় হয়ে উঠছে। হাওড়া পুরভোটের দিন ঘোষণার পর দলের প্রতি ক্ষোভ উগরে বিজেপি ছেড়েছেন শ্রাবন্তী। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বহিস্কৃত হয়েছেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। এখানে পরিস্থিতির মাঝেই হাওড়াতে পুজোর উদ্বোধন এসে বিজেপিকে খোঁচা দিতে ছাড়লেন না মদন মিত্র। তিনি বলেন, “পার্টির নাম বিজেপি, এখন আর তার কোনও প্রভাব নেই। একুশের বিধানসভায় হাওড়ার সব আসনই তৃণমূল পেয়েছে। হাওড়ায় বিজেপির অস্তিত্ব নেই। আগামী ২০-২৫ বছরেও বিজেপি পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াতে পারবে না। এই মুহূর্তে বিজেপি বিধানসভায় বিরোধী দল থাকলেও আদতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেই।”
আরও পড়ুন:শীতলকুচিকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা সিআইডি-র
এ পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুরজিৎ সাহার আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কয়েকদিন পর আর কেউ শুভেন্দু অধিকারীকে নিয়ে অভিযোগ করার থাকবে না। তিনিও বুঝতে পারছেন, বিজেপিতে গিয়ে ফেঁসে গিয়েছেন।এখন বিজেপি পার্টির অবস্থা, খায় না মাথায় দেয়।’ এ প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেন মদন মিত্র।














































































































































