দুর্গাপুজো শেষ, কালীপুজোও খতম ৷ এবার বাঙালি মেতেছে জগদ্ধাত্রী পুজোয় ৷ জগদ্ধাত্রী পুজো ঘিরে উৎসবের চেহারা পিকনিক গার্ডেনে।ভক্তি ও সাবেকিয়ানা মিলেমিশে একাকার।ঐতিহ্য মেনে মহা সমারোহে জগদ্ধাত্রী পুজো চলছে।
বাড়ির পুজো তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে বারোয়ারি পুজোও। মহাসমারোহে রীতি মেনে পুজো, খাওয়া দাওয়া।চারদিন ধরে চলবে নানান অনুষ্ঠান।
অন্যদিকে ৯ বছরে পড়েছে এখানকার পুজো।পুজোকে কেন্দ্র করে থাকছে দরিদ্র নারায়ণ সেবা এবং মণ্ডপে আসা মানুষজনের মধ্যে ভোগ প্রসাদ বিরতণ হয়। করোনাবিধির কথা মাথায় রেখে এবছর সবকিছুতেই লাগাম টানা হয়েছে। এবছর বনশ্রী বঙ্গ জগদ্ধাত্রী সম্মান পেয়েছেন তারা।
বেদিয়াডাঙা জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষে শঙ্কর দত্ত জানান, এই পুজো সার্বজনীন হলেও কোনও চাঁদা তোলা হয় না। ২৫ জন সদস্য নিজেরা সারা বছর ফান্ডের টাকা গচ্ছিত রেখে এই পুজোর আয়োজন করেন। যদিও পুজোর মূল উদ্যোক্তা বাপ্পাদিত্য ব্যানার্জী।
সদস্যদের পরিবারের সবাই যেমন পুজোর চারদিন মেতে ওঠেন আনন্দে, তেমনই মহিলারও হাত মেলান পুজোর উপকরণ সাজাতে। রীতি মেনে দশমীর দিন মাকে বিসর্জন দেওয়া হয়।সব মিলিয়ে পুজোর আনন্দ রীতিমতো উপভোগ করেন তারা।
https://youtu.be/z0JcxTweQL0










































































































































