Sergio Aguero: হৃদযন্ত্রের সমস্যা দেখা গিয়েছে আগুয়েরোর, অবসর নিতে পারেন তিনি

0
1

তাহলে কি এবার অবসরের পথে সার্জিও আগুয়েরো (sergio aguero) ? হ‍্যাঁ, আগুয়েরোর যে সমস‍্যা দেখা দিয়েছে, তাতে অবসর নিতে হতে পারে আর্জেন্তাইন (Argentina) তারকা ফুটবলারকে।

হার্টের সমস্যা দেখা দিয়েছিল কয়েকদিন আগে। তার জেরে ফুটবল থেকে অকাল অবসর নিতে পারেন আর্জেন্টিনার তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। কাতালুনিয়া রেডিও এই খবর দিয়েছে। ক্যাম্প ন্যুতে আলাভাসের সঙ্গে ম্যাচে মাঠে অসুস্থ হয়ে পড়ছিলেন আগুয়েরো। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় তাঁর হার্টের সমস্যা রয়েছে। রেডিওর দাবি, যা ভাবা গিয়েছিল, আগুয়েরোর সমস্যা তার থেকে বেশি। ফলে তাঁর ফুটবল কেরিয়ার এখন ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। বার্সেলোনার পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, আগামী তিন মাস খুব গুরুত্বপূর্ণ। তাতেই বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। তবে আগুয়েরোকে অকাল অবসর নিতে হতে পারে।

আরও পড়ুন:Mohammad Rizwan: রিজওয়ানের দায়বদ্ধতায় মুগ্ধ ক্রিকেট বিশ্ব, সেমিফাইনালের আগে দু’রাত আইসিউতে ছিলেন তিনি