চিন সংস্কৃতিক বৈচিত্র বোঝে না, ভারতেই থাকতে চাই: স্পষ্ট জানালেন দলাই লামা

0
2

মানুষ হিসেবে কমিউনিস্ট ও মার্কসবাদীদের চিন্তা ভাবনা, ভাবধারাকে সমর্থন জানালেও চিন নয়, ভারতে থাকতে চান দালাই লামা(Dalai Lama)। জাপানের এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয় স্পষ্টভাবে এমনটাই জানিয়ে দিলেন ৮৬ বছর বয়সী দালাই লামা। তাঁর কথায়, “সংস্কৃতির বৈচিত্র্য বোঝে না চিন(China)। তাই ভারতেই(India) থাকতে চাই।” একইসঙ্গে এটাও জানিয়ে দিলেন, এর মানে এই নয় যে ‘চিনা ভাই-বোন’দের প্রতি তাঁর কোনও বিদ্বেষ আছে।

সম্প্রতি টোকিওতে অনলাইন সাংবাদিক বৈঠকে অংশ নিয়েছিলেন ৮৬ বছর বয়সে ধর্মগুরু দলাই লামা। সেখানেই চিনের কট্টর কমিউনিজমের কড়া সমালোচনা করেন ওই ধর্মগুরু। স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দেন আমৃত্যু তিনি ভারতেই থাকবেন। কট্টর কমিউনিজমের কঠোর সমালোচনার পাশাপাশি চিনা জনজীবনে কমিউনিস্ট নেতাদের অত্যধিক নিয়ন্ত্রণ নিয়েও সরব হতে দেখা যায় দালাই লামাকে। প্রসঙ্গত, দলাই লামাকে আগেই ‘বিপজ্জনক বিভেদকারী’ বলে দেগে দিয়েছে বেজিং। ১৯৫০ সালে তিব্বত অধিগ্রহণ করে চিন। তারপর ১৯৫৯ সালে ভারতে পালিয়ে আসেন দলাই লামা। তারপর থেকে ভারতেই রয়েছেন তিনি।