কালীপুজোর জলসায় মহিলাদের কটুক্তি , প্রতিবাদীদের কুপিয়ে খুনের চেষ্টা

0
1

কালীপুজো উপলক্ষে গ্রামে চলছিল বিচিত্রানুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে মহিলাদের উদ্দেশ্যে অশ্লীল ব্যবহার ও কটুক্তি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে একই পরিবারের তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো এলাকারই দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদহ জেলার ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাতঘরা গ্রামে। আক্রান্তরা হলেন সত্যজিৎ মন্ডল (২৩)। মহেন্দ্র নাথ মন্ডল (৭২) ও হরি বল মন্ডল (৫৪)। আক্রান্তরা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তরা ছাক্কূ ঘোষ, বাবু ঘোষ, বিষু ঘোষ সহ ১৫ জন। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।