ফিটনেসের ওভাবে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া :সূত্র

0
3

বুধবারই ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে টি-২০ ( T-20) সিরিজের দল। সেই দলে একাধিক প্রথম সারির তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু সূত্রের খবর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে( Hardik pandya) বিশ্রাম নয়, বাদ দেওয়া হয়েছে দল থেকে। ফিটনেসের ওভাবে দল থেকে বাদ পড়েছেন তিনি।

জানা গিয়েছে, পিঠের চোট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগা হার্দিকের ফিটনেসের জন্য বাদ দেওয়া হয়েছে। আইপিএল ২০২১-এ এক ওভারও বল করেননি হার্দিক। চলতি টি-২০ বিশ্বকাপে কেবল মাত্র দুই ম্যাচে তিন ওভার বল করেছেন তিনি। এছাড়া ব্যাট হাতেও ধারাবাহিক নন হার্দিক। ফলে অলরাউন্ডার হিসেবে হার্দিকের জায়গা নিয়ে অসন্তোষ ছিল ক্রিকেট মহলে। সূত্রের খবর যতদিন না হার্দিক নিজের বোলিং-এ ধারাবাহিকতা দেখাবেন, ততদিন দলের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে। হার্দিকের বদলে দলে নেওয়া হয়েছে ভেঙ্কটেশ আইয়রকে। ২০২১ আইপিএলে ১০ ম‍্যাচে ৪১.১১ এর গড়ে ৩৭০ রান করেছে। তাঁর ওপর বিশ্বাস রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস