বাংলার গ্র‍্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের

0
6

বাংলার গ্র‍্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে ( Mitrabha Guha) শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ( Mamata banerjee)। মঙ্গলবারই মিত্রাভ সার্বিয়ার নবি সাদে প্রতিযোগিতায় তৃতীয় নর্ম নিশ্চিত করেন। যারফলে  ভারতের ৭২ তম গ্র‍্যান্ডমাস্টার হন তিনি। আর বাংলার নবম গ্র‍্যান্ডমাস্টার হন মিত্রাভ।

শনিবার থেকে সার্বিয়ায় প্রতিযোগিতা শুরু হয়েছিল। মঙ্গলবার সপ্তম রাউন্ডে মিত্রাভ হেরে যান রাশিয়ার গ্র‌্যান্ডমাস্টার ভ্লাদিমির জাখারোতসোভের কাছে। কিন্তু পরের দু’টো রাউন্ডে দুরন্ত কামব্যাক করেন বাংলার মিত্রাভ। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে দ্বিতীয় নর্ম নিশ্চিত করেছিলেন মিত্রাভ।

এদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় মিত্রাভকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে লেখেন,” বাংলার ঘরের ছেলে মিত্রাভ গুহকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দাবার রাজা তুমি। দেশের ৭২ তম গ্র্যান্ডমাস্টার হিসেবে আমাদের সকলকে গর্বিত করেছ। আগামিদিনের জন্যও রইল শুভেচ্ছা।”

আরও পড়ুন:ঘোষণা হয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিন