টি-২০ ফর্মাটের বিদায়ী অধিনায়ক হিসাবে কী বার্তা দিলেন কোহলি?

0
13

গত সোমবার রাতেই শেষ হল টি-২০ ( T-20 World cup) ফর্মাটে বিরাট কোহলির (Virat kohli) অধিনায়কত্ব। নামিবিয়ার কাছে টি-২০ বিশ্বকাপের অভিযান জয় দিয়েই শেষ করেছে বিরাট কোহলির দল। ম‍্যাচ শেষে ছোট ফর্মাটের বিদায়ী অধিনায়ক এক বিশেষ বার্তা দিলেন সমর্থকদের উদ্দেশে। সঙ্গে এটাও ইঙ্গিত দিলেন টি-২০ ফর্মাটে রোহিত শর্মাকেই অধিনায়ক হিসাবে দেখতে চান কোহলি।

নামিবিয়াকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় কোহলি লেখেন,” আমরা একসঙ্গে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারিনি। এর জন্য আমদের চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। আপনাদের সকল থেকে যে সমর্থন পেয়েছি তা অতুলনীয়। এর জন্য আমরা কৃতজ্ঞ। একটা অধ‍্যায় শেষ হল। প্রতিজ্ঞা করছি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং নিজেদের সেরাটা দেব। জয় হিন্দ। ”

ভারতের টি-২০ অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। জিতেছেন ৩২টি ম‍্যাচ, হেরেছেন ১৬টি। দু’টি ম্যাচের কোনও ফলাফল হয়নি। তাঁর নেতৃত্বে এটাই ছিল ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস