কানে হেডফোন গুঁজে কয়েকজন বন্ধু মিলে মোবাইল গেমস খেলায় ব্যস্ত ছিল। এতটাই তারা মগ্ন ছিল যে ট্রেন আসছে নজরে পড়েনি। কানে হেডফোন থাকায় ট্রেনের দীর্ঘ হর্ন তারা শুনতে পায়নি । বলা ভাল শোনার দরকারই মনে করেননি। আর তাতেই কাল হলো। চলন্ত ট্রেনের চাকায় পিষে গিয়ে মৃত্যু হল দুজনের। সোমবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেশনের কাছে।
জানা গিয়েছে, মৃত ২ যুবকের মধ্যে একজনের নাম শৌভিক দাস। বাড়ি অশোকনগর স্টেশনের কাছে মানিকনগর কাঞ্চনপল্লি এলাকায়। অন্য যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। ওই ঘটনার পর থেকে শৌভিকের সঙ্গে যে বন্ধুরা ছিল তাদের কোনো খোঁজ নেই । এটি নিছকই কোনো দুর্ঘটনা নাকি অন্য ষড়যন্ত্র তা খতিয়ে দেখছে পুলিশ।






































































































































