উৎসবের মরসুমে পরেই ওঠানামা করছে করোনার গ্রাফ। রাজ্যে টিকাকরণ চলছে। তবে কেন্দ্র (Centre) থেকে পর্যাপ্ত টাকা না পাওয়ায় রাজ্যে টিকাকরণ ত্বরান্বিত করা যাচ্ছে না। তবে গতি আনতে এবার করোনার টিকাকরণে গতি আনতে এবার বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার৷ ইতিমধ্যে সরকারি তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে৷ যাঁরা এখনও ভ্যাকসিনের প্রথম ডোজ নেননি। অথবা শয্যাশায়ী থাকার কারণে টিকাকরণ (Vaccination) কেন্দ্রে যেতে পারেননি, বাড়ি বাড়ি গিয়ে তাঁদেরকে চিহ্নিত করা হবে৷
জাতীয় স্বাস্থ্য মিশনের সচিব সৌমিত্র মোহন (Soumitra Mohan) ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের কর্মসূচি শুরু করার জন্য নির্দেশিকা জারি করেছেন। স্বাস্থ্য এবং আশা কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে টিকাকরণ নিয়ে খোঁজখবর নিতে প্রতিটি জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বলা হয়েছে৷ একই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকেও৷

নানা কারণে এখন অনেকে প্রথম ডোজ ভ্যাকসিন নেননি৷ কারও দ্বিতীয় ডোজ (Does) বকেয়া রয়েছে৷ অনিচ্ছুকদেরও টিকা নেওয়ার প্রয়োজনীয়তা বোঝাবেন স্বাস্থ্য কর্মীরা। শয্যাশায়ীদেরকেও বাড়িতেই ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করা হবে৷ তবে, অসুস্থ, শয্যাশায়ী বা প্রবীণদের বাড়ি গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা স্থানীয় ভাবে আগেই শুরু হয়েছিল রাজ্যে।




































































































































