করোনা পর্ব এখনও মেটেনি। তৃতীয় ঢেউয়ের দাপাদাপি ঠেকাতে তাই এবারেও ছটপুজোয় বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। গত বছরও করোনার কারণে বন্ধ ছিল রবীন্দ্র সরোবর। এবছর হাইকোর্টের নির্দেশের আগেভাগেই রাজ্য প্রশাসনের তরফে রবীন্দ্র সরোবরে ছটপুজো নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ নভেম্বর সকাল থেকে রবীন্দ্র সরোবরের ভিতর ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ১১ তারিখ দুপুর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।


আরও পড়ুন: কেন্দ্র বিনামূল্যে রেশন বন্ধ করলেও রাজ্য দেবে বলে জানালেন খাদ্যমন্ত্রী
তবে এর আগে সরকারি বিধিনিষেধকে তোয়াক্কা না করে বিক্ষিপ্তভাবে কিছু মানুষকে সরোবরের জলে ছটপুজো করতে দেখা গিয়েছে। তাই এবছর ছটপুজোর দিন যাতে রবীন্দ্র সরোবরের ভিতরে দূষণ না ছড়ায়, তাই সরোবরে ঢোকার প্রত্যেকটি গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পাওয়ার পরই রবীন্দ্র সরোবরের ভিতরে ঢোকার ১৬টি গেট বাঁশ এবং টিন দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে। ফলে এবার আর সরোবরের জলে ছটপুজো করতে পারবেন না কেউ। প্রশাসন অবশ্য এর জন্য বিকল্প জলাশয়ের ব্যবস্থা করছে। আর সেটা পুণ্যার্থীদের জানিয়ে দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে।

