তৃণমূল কংগ্রেসে ব্যাপক যোগদান পশ্চিম বর্ধমানে

0
1

তৃণমূলে ব্যাপক যোগদান অব্যহত। এবার পশ্চিম বর্ধমান। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ও সিপিএম থেকে কয়েকশো কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আসন্ন পুর নির্বাচনের আগে এই দলবদল রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আসানসোলে অনুষ্ঠিত এক যোগদান সভায় জেলা তৃণমূল সভাপতির হাত থেকে পতাকা গ্রহণ করেন বিজেপি-র জেলা সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায়, জেলা কমিটির সদস্য রোজি চক্রবর্তী, আসানসোল দক্ষিণ কিষান মোর্চার সভাপতি ওমপ্রকাশ শর্মা ও সহসভাপতি মধু ঠাকুর, ওবিসি মোর্চার সভাপতি অশোক সাউ প্রমুখ। অন্যদিকে জেলা সিপিএম নেতা তেজনারায়ণ সিং বেশ কয়েকজন অনুগামী নিয়ে এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ভি শিবদাসন দাশু-সহ জেলার প্রথম সারির নেতা-নেত্রীরা।

আরও পড়ুন- স্পুটনিক-ভি ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারীদের শংসাপত্র পেতে PIL দায়ের চিকিৎসকের